ডেন্টাল ইমপ্ল্যান্ট
হারানো দাঁতের স্থায়ী সমাধান
বাগনান, উলুবেড়িয়া, কুলগাছিয়াতে এখন ডেন্টাল ইমপ্ল্যান্ট
হারিয়ে যাওয়া দাঁত আপনার হাসি, আত্মবিশ্বাস এবং খাবার খাওয়ার স্বাভাবিক ক্ষমতাকে কমিয়ে দেয়। ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো এই সমস্যার সবচেয়ে কার্যকর ও স্থায়ী সমাধান।
ডেন্টাল ইমপ্ল্যান্ট কী?
এটি হলো কৃত্রিম দাঁত, যা টাইটেনিয়াম স্ক্রু দিয়ে চোয়ালের হাড়ে বসানো হয়।
ইমপ্ল্যান্টের সুবিধাসমূহ:
ফিক্সড দাঁতের থেকে ইমপ্ল্যান্টের চিবানোর ক্ষমতা অনেক বেশি
দীর্ঘস্থায়ী সমাধান
পাশের দাঁত ক্ষতিগ্রস্ত হয় না
আত্মবিশ্বাসী হাসি ফিরে আসে
প্রায় স্বাভাবিক দাঁতের মতো কাজ ও অনুভূতি
চেহারা ও আত্মবিশ্বাস উন্নত করে
চোয়ালের হাড় ক্ষয়ে যাওয়া রোধ করে
ইমপ্ল্যান্ট কেন ব্রিজ বা ডেঞ্চারের থেকে ভালো?
ফিক্সড দাঁতের থেকে ইমপ্ল্যান্টের চিবানোর ক্ষমতা অনেক বেশি
ইমপ্ল্যান্ট হাড়কে সুরক্ষা দেয়
ব্রিজ বসাতে পাশের দাঁত ছোট করতে হয়, ইমপ্লান্টের ক্ষেত্রে সেটা করতে হয় না
দীর্ঘমেয়াদে ইমপ্ল্যান্ট বেশি টেকসই ও খরচ-সাশ্রয়ী
দেখতে বেশি স্বাভাবিক